|
প্রিন্টের সময়কালঃ ২৬ নভেম্বর ২০২৫ ০১:০৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ নভেম্বর ২০২৫ ০৯:০০ অপরাহ্ণ

“শীঘ্রই শুরু হচ্ছে পাইওনিয়ার ফুটবল” **দুই বছর পর মহানগরী ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির সভা অনুষ্ঠিত**


“শীঘ্রই শুরু হচ্ছে পাইওনিয়ার ফুটবল” **দুই বছর পর মহানগরী ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির সভা অনুষ্ঠিত**


হোসেন বাবলা, ক্রীড়া প্রতিবেদক (চট্টগ্রাম):


 

দীর্ঘ দুই বছর পর গত ২৩ নভেম্বর চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার কার্যালয়ে নবগঠিত ফুটবল কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফুটবল কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম

 


 

সভার শুরুতে সংস্থার সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খানের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন নবনিযুক্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন আহামদ চৌধুরী
 

ইবাদুল হক লুলু, ভাইস–চেয়ারম্যান, সভা সঞ্চালনা করেন। ফুটবল কমিটির পরিচিতি পর্ব পরিচালনা করেন ফুটবল সম্পাদক মাহ্‌বুব উল আলম মুকুল। এসময় বক্তব্য রাখেন চ.ম.ক.স–এর যুগ্ম–সম্পাদক তৈয়বুর রহমান, ফরিদ আহমেদ এবং ফুটবল কমিটির সহ–সভাপতি আবু নাছের মো. ওয়াহিদ দুলাল
 

সভায় আরও উপস্থিত ছিলেন:
সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) নিয়াজ মোহাম্মদ খান, তাসবির হাকিম, কায়সার মির্জা, সেকান্দর কবির, নওশাদ আলম চৌধুরী, ডা. ইসতিয়াক আজিজ খান, মোহাম্মদ নাছির মিয়া, রাকিব মাহমুদ, এম এ মুছা বাবলু, মোহাম্মদ মারুফ, মো. শাহজাহান, আব্দুল গফুর পন্টি, এস.এম আইয়ুব আলী, মো. জহির উদ্দিন, মোহাম্মদ নাছির, মোহাম্মদ মুছা, মো. হায়দার কবির প্রিন্স, মারুফ সিকদার, মোহাম্মদ আবদুর রহিম, মাহবুব আলম রাজিব, মহসিন সাজু, মো. গালিব, একরাম আফসার, নুরুল আমিন, আলী আকবর, আবদুল মান্নান, এস এম নাছির, মো. ইফাজ খান, মো. সুমন মিয়া, মো. জুবায়ের উদ্দিন, মোহাম্মদ মোফাজ্জল হোসেন (মাহফুজ), আশরাফ হোসেন মুকতার, সাইদুল ইসলাম বিপলু, বাবুল হোসেন বাবলা প্রমুখ।

 

সভায় বিভিন্ন উপ–কমিটি গঠন ও বাজেট অনুমোদন করা হয়। পাশাপাশি “ইস্পাহানী মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগ” শুরুর সম্ভাব্য তারিখ ১ জানুয়ারি ২০২৬ নির্ধারণ করা হয়েছে।


📌 দীর্ঘ বিরতির পর ফুটবল কমিটির এমন সক্রিয় উদ্যোগে ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫