|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩১ আগu ২০২৪ ১২:১৬ অপরাহ্ণ

ইয়েমেনে ভয়াবহ বন্যা: হাজার হাজার মানুষের দুর্দশা,৮৪ জনের প্রাণহানি


ইয়েমেনে ভয়াবহ বন্যা: হাজার হাজার মানুষের দুর্দশা,৮৪ জনের প্রাণহানি


ঢাকা প্রেস
অনলাইন ডেস্ক:-


ইয়েমেনের আল হুদায়দা প্রদেশে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।
এই প্রাকৃতিক দুর্যোগে ইতোমধ্যে ৮৪ জনের প্রাণহানি হয়েছে এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

 

দেশটির পশ্চিমাঞ্চলের এই অঞ্চলে অবস্থিত প্রাদেশিক রাজধানী আল হুদায়দা সিটির প্রবেশমুখও বন্যার পানিতে ডুবে গেছে। প্রদেশের বিভিন্ন গ্রাম-শহরে হাজার হাজার বাড়িঘর ভেঙে পড়েছে, অবকাঠামো এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে।
 

চলতি মাসের শুরু থেকেই এই বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে এবং এখনও পানি নামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত জুলাই মাস থেকে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে ২ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
 

দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধের কারণে ইয়েমেনের অবকাঠামো এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা ইতিমধ্যেই ভেঙে পড়ার উপক্রম। এই বন্যা পরিস্থিতি দেশটির জনগণের দুর্দশা আরও বাড়িয়ে তুলেছে।
 

এই ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য জাতিসংঘসহ বিভিন্ন মানবিক সংস্থা কাজ করছে। তবে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে এই সহায়তা পৌঁছে দেওয়া একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
 

ইয়েমেনের মানুষের জন্য এই কঠিন সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও ব্যাপক সহযোগিতার প্রয়োজন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫