সিইপিজেডে কয়েকটি কারখানার শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ ঘটেছে..!
ঢাকা প্রেস,নিজস্ব প্রতিবেদক:-
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ভেতরে কয়েকটি কারখানার শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন পোশাকশ্রমিক আহত হয়েছেন।
বুধবার (২২ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এ সংঘর্ষ শুরু হয়ে রাত ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে ইপিজেড থানার উপ-পরিদর্শক আফছার উদ্দিন রুবেল।
তিনি বলেন, ‘একটি নির্মাণাধীন কারখানার মধ্যে তিনজন শিশু ঢুকেছিল। নির্মাণ শ্রমিকরা চোর ভেবে তাদের মারধর করে. দুইজন ওখান থেকে বের হলেও একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
কারখানা ছুটি শেষে ওই সড়ক দিয়ে যাওয়া পোশাকশ্রমিকরা বিষয়টি জানতে পেরে নির্মাণ শ্রমিকদের ওপর চড়াও হয় এবং মারধর করে।
তিনি আরো বলেন, ‘ওই সড়ক দিয়েই নৌবাহিনীর টহল গাড়ি যাচ্ছিল। নির্মাণ শ্রমিকদের তারা বাঁচাতে গেলে নৌবাহিনীর গাড়ি আটকিয়ে উত্তেজিত শ্রমিকরা ভাঙচুর করে।
ঘটনাস্থলে সেনাবাহিনী-র্যাবও আছে। এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। কয়েকজন আহত হয়েছে।’
এ বিষয়ে জানতে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের নির্বাহী পরিচালক মো:আবদুস সোবহানের সাথে বিভিন্ন ভাবে বার বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি ।
এবিষয়ে চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোঃসোলায়মান বলেন, উত্তেজিত কারখানা শ্রমিকদের সাথে সংঘর্ষের একটি ঘটনা ঘটেছে।
সেখানে টিম পাঠানো হয়েছে। বিস্তারিত এখনই বলতে পারছি না।’
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫