খালেদা জিয়ার জানাজা জিয়াউর রহমানের রেকর্ড ছাড়াতে পারে: বিএনপি নেতা মঞ্জুর এলাহী
নরসিংদীর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী বলেছেন, “বেগম খালেদা জিয়ার জানাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজার রেকর্ড ভেঙে দিতে পারে।” রবিবার (৩০ নভেম্বর) তিনি এই মন্তব্য করেন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিলে।
মঞ্জুর এলাহী বলেন, “বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জনসমাগম হয়েছিলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায়। কিন্তু খালেদা জিয়ার দেশের মানুষের হৃদয়ে যে স্থান, তার জানাজা সেই রেকর্ডও ছাড়িয়ে যাবে।”
তিনি আরও বলেন, “এক সময় শেখ হাসিনাকে দেশ ছাড়তে বলা হলে তিনি চলে গিয়েছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া এই মাটিতেই থেকে জনগণের পাশে থেকেছেন।” বক্তৃতার এক পর্যায়ে তিনি মন্তব্য করেন, “খালেদা জিয়া গণতন্ত্রের মা, আর হাসিনা ফ্যাসিস্টের মা।”
মঞ্জুর এলাহী বলেন, “বিএনপি বা দলের নেতাকর্মীরা এ মুহূর্তে খালেদা জিয়ার অনুপস্থিতি কামনা করেন না। তবে বাস্তবতা হলো—দেশবাসীর যে ভালোবাসা রয়েছে, প্রয়োজনে তার জানাজা হবে দেশের ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত।”
দোয়া মাহফিলে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫