|
প্রিন্টের সময়কালঃ ২২ এপ্রিল ২০২৫ ০৬:৪২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ নভেম্বর ২০২৪ ০১:২৪ অপরাহ্ণ

ফেনীতে ছাত্র হত্যাচেষ্টা মামলা: গ্রেপ্তার ৪


ফেনীতে ছাত্র হত্যাচেষ্টা মামলা: গ্রেপ্তার ৪


ঢাকা প্রেস,ফেনী প্রতিনিধি:-

 

ফেনীর মহিপালে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের হত্যাচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে চার আসামিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।
 

বুধবার (২৭ নভেম্বর) ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা এ তথ্য নিশ্চিত করেছেন।
 

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:
১. ফেনী পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ডের মৃত হাকিম মিয়ার ছেলে মো. শাহাবুদ্দিন (৬৬),
২. ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের মৃত মোহাম্মদ ইউসুফের ছেলে মোহাম্মদ ফারুক সোহাগ (২৯),
৩. লেমুয়া ইউনিয়নের মৃত নুরুল হুদার ছেলে মেহেদী হাসান রিংকু (২৮),
৪. সোনাগাজী থানার মৃত আবুল খায়েরের ছেলে মোহাম্মদ মাহমুদুল হক (৫৪)।
 

ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ছাত্র হত্যা ও হত্যাচেষ্টা মামলার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫