সিনিয়র শিক্ষক মোখতার আহম্মদ কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন

ডেস্ক নিউজ (চট্টগ্রাম):-
১৭ই মার্চ, ২০২৫ইং, সোমবার দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জ্যেষ্ঠতম শিক্ষক জনাব মোখতার আহম্মদ। উল্লেখ্য, স্মারক নং: ০৫.৪২.২০০০.০১৪.২০.০১১.০২.২৫-২৯ অনুযায়ী স্কুল কমিটির সভাপতি জনাব মোহাম্মদ নুরুল্লাহ নুরী(অতিরিক্ত বিভাগীয় কমিশনার-রাজস্ব) ১৬ই মার্চ, ২০২৫ইং তারিখে জনাব মোখতার আহম্মদকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণের জন্য নিয়োগ প্রদান করেন।
দায়িত্ব গ্রহণের পর তাৎক্ষণিক ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ।
প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ হতে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহেদ, জামাল উদ্দিন, মাসুম হোসাইন, জিয়াউর রহমান ইলিয়াস হোসাইন, হারুনুর রশিদ প্রমূখ।
অভিভাবকবৃন্দদের পক্ষ হতে উপস্থিত ছিলেন হারুনুর রশিদ, মোহাম্মদ শরিফ, শফিউল আজম, মোহাম্মদ আজম প্রমূখ।
এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার (অব.) জনাব আবু সিদ্দিক, এবং সবাজসেবক জনাব মজিবুল হক বকুল, ও জনাব হাসান রাসেল প্রমূখ।
সাংবাদিক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কাজী মোহাম্মদ আব্দুর রহমান টিপু।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫