|
প্রিন্টের সময়কালঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০১:১৩ অপরাহ্ণ

দেশে বাণিজ্যিক ফুল চাষের পথিকৃৎ শের আলী সরদার আর নেই


দেশে বাণিজ্যিক ফুল চাষের পথিকৃৎ শের আলী সরদার আর নেই


যশোর প্রতিনিধি:-

 

বাংলাদেশে বাণিজ্যিক ফুল চাষের পথিকৃৎ শের আলী সরদার মৃত্যুবরণ করেছেন। বুধবার ভোররাতে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি পানিসারা গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরে তিনি ব্রেইন স্ট্রোকজনিত অসুস্থতায় ভুগছিলেন।
 

বুধবার বাদ যোহর তার বাড়ির পাশে হিমাগারের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং বাদ আসর গদখালি ফুল বাজারে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
 

১৯৮২ সালে শের আলী সরদারের হাত ধরে বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফুল চাষের সূচনা হয়। তার প্রচেষ্টায় শুধু যশোরেই নয়, দেশের বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিক ফুল চাষের ব্যাপ্তি ঘটেছে। বর্তমানে শুধুমাত্র যশোর জেলায় প্রায় ছয় হাজার মানুষ ফুল চাষের ওপর নির্ভরশীল।
 

তবে পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের কৃষি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও শের আলী সরদার কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি। জীবদ্দশায় তাকে জাতীয় পদকে ভূষিত করার দাবি থাকলেও তা পূরণ হয়নি। এ নিয়ে শের আলীর স্বজন ও স্থানীয় ফুলচাষীদের মধ্যে হতাশা বিরাজ করছে।
 

স্থানীয় ফুলচাষী ও ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, "শের আলী সরদার দেশের কৃষি ও অর্থনীতিতে এক বিপ্লব সৃষ্টি করেছিলেন। কিন্তু তার অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়া সত্যিই দুঃখজনক।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫