বাংলাদেশে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর নির্বাহী আদেশ বাতিল

ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম নির্বাহী আদেশে বাড়ানোর সুযোগ বাতিল করা হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতি ‘বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ জারির মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, গত ২২ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ এই অধ্যাদেশের খসড়া অনুমোদন করে। নতুন এই অধ্যাদেশে ‘বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩’ সংশোধন করে নির্বাহী আদেশে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর বিধান বিলুপ্ত করা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ১ ডিসেম্বর জারি করা আরেকটি অধ্যাদেশের মাধ্যমে সরকারকে জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছিল। সেই অধ্যাদেশের ৩৪(ক) ধারায় সরকারকে বিশেষ ক্ষেত্রে এই দাম বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছিল। তবে জনসাধারণের বিরোধিতার মুখে এই ধারা বাতিল করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫