|
প্রিন্টের সময়কালঃ ২১ অক্টোবর ২০২৫ ০৯:০৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ অক্টোবর ২০২৫ ০২:৩৫ অপরাহ্ণ

চিলমারীতে সমবায় সমিতির প্রতারণা: ক্ষতিগ্রস্ত নারীদের আর্তনাদ, দোষীদের গ্রেপ্তারের দাবি


চিলমারীতে সমবায় সমিতির প্রতারণা: ক্ষতিগ্রস্ত নারীদের আর্তনাদ, দোষীদের গ্রেপ্তারের দাবি


চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের চিলমারীতে “দারিদ্র্যমুক্ত বহুমুখী সমবায় সমিতি”-এর প্রতারণার শিকার হয়ে হতাশা ও নিঃস্বতায় দিন কাটাচ্ছেন অসংখ্য নারী-পুরুষ।

০৪/১০/২০২৫ ইং সকাল ১০টায় জোরগাছ নতুন বাজার এলাকায় ভুক্তভোগীরা মানববন্ধন করে দোষীদের গ্রেপ্তার ও আমানত ফেরতের দাবি জানান।

 

দীর্ঘদিন ধরে এই সমবায় সমিতিতে সঞ্চয় রাখলেও গ্রাহকরা প্রতিশ্রুত মুনাফা তো দূরের কথা, মূল টাকাও ফেরত পাননি। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির কর্মকর্তারা কোটি টাকার বেশি অর্থ সংগ্রহ করে হঠাৎ অফিস বন্ধ করে গা ঢাকা দিয়েছেন। এতে সর্বস্ব হারিয়ে অনেক পরিবার দারিদ্র্যের চক্রে পড়েছে। কেউ কেউ জীবিকার তাগিদে ভিক্ষাবৃত্তিতেও নামতে বাধ্য হচ্ছেন।
 

মানববন্ধনে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ক্ষতিগ্রস্তদের আমানত ফেরতের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
 

এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ প্রশাসনের প্রতি আস্থা রেখে ন্যায়বিচার প্রত্যাশা করছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫