|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০২:৫৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ ডিসেম্বর ২০২৪ ০৪:৪৩ অপরাহ্ণ

ওয়েজ বোর্ড বাতিল করে ন্যূনতম বেতন চালুর দাবি শফিকুল আলমের


ওয়েজ বোর্ড বাতিল করে ন্যূনতম বেতন চালুর দাবি শফিকুল আলমের


ঢাকা প্রেস নিউজ

 

সাংবাদিকদের জন্য বিদ্যমান ওয়েজ বোর্ড ব্যবস্থা বাতিল করে ন্যূনতম বেতন চালু করা উচিত বলে মত দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
 

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে 'গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ: গণমাধ্যম প্রসঙ্গ' শীর্ষক এক আলোচনায় সাংবাদিকদের বেতন নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
 

প্রেস সচিব বলেন, "ওয়েজ বোর্ড পদ্ধতিটি ত্রুটিপূর্ণ। এটি বাতিল করে কঠোরভাবে ন্যূনতম বেতন চালু করতে হবে। একটি নির্দিষ্ট বেসিক বেতনের নিচে কাউকে নিয়োগ দেওয়া যাবে না, এবং যারা এই ন্যূনতম বেতনের বাইরে কাউকে নিয়োগ দেবে, তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে।"
 

তিনি আরও বলেন, "আন্ডারগ্রাউন্ড পত্রিকাগুলো উন্মোচন করা দরকার, কারণ এদের কারণে সাংবাদিকরা কম বেতন পাচ্ছেন।"
 

সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে শফিকুল আলম বলেন, "সাংবাদিকতা কোনও সস্তা পেশা নয়। সংবাদ কনটেন্টের ক্ষেত্রে কপিরাইট প্রটেকশন দিতে হবে, যাতে যারা অরিজিনাল কনটেন্ট তৈরি করেন তারা যথাযথ সুরক্ষা পান।"
 

তিনি আরও জানান, "আওয়ামী লীগ সরকারের সময় প্রেস উইংয়ের কাজ ছিল সংবাদ বন্ধ করা, কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু করছে না।"
 

সংবাদপত্রের শক্তিশালী ইউনিয়নের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করে তিনি বলেন, "ইউনিয়নগুলোকে স্বাধীন করতে সংস্কারের প্রচেষ্টা চলছে। পরবর্তী সরকার হয়তো এটির বিরোধিতা করতে পারে, তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে। গণমাধ্যমের ব্যর্থতাগুলো চিহ্নিত করে সেগুলোর পুনরাবৃত্তি রোধ করতে হবে।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫