|
প্রিন্টের সময়কালঃ ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৫:১৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ সেপ্টেম্বর ২০২৫ ০৬:১৩ অপরাহ্ণ

সীতাকুণ্ডে তথ্যভিত্তিক পরিবীক্ষণ ও স্থানীয় সেবার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ


সীতাকুণ্ডে তথ্যভিত্তিক পরিবীক্ষণ ও স্থানীয় সেবার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ


কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি:-

 

“সুশাসনের জন্য দরকার তথ্যভিত্তিক পরিবীক্ষণ ও সক্রিয় নাগরিক অংশগ্রহণ”—এই উদ্দেশ্যকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে আয়োজিত হলো দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। স্থানীয় সেবাখাতের তথ্য ও গবেষণা ভিত্তিক পরিবীক্ষণ, মূল্যায়ন এবং ব্যবস্থাপনা বিষয়ে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন উপজেলা পর্যায়ের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, সুশীল সমাজ এবং নারী নেত্রীসহ মোট ২১ জন প্রতিনিধি।
 

গত সোমবার সকাল ১০টায় সীতাকুণ্ড উপজেলা বি আর ডি বি হলরুমে অনুষ্ঠিত এই কর্মশালার আয়োজন করে ‘ভয়েস ফর চেইঞ্জ: এমপাওয়ারিং সিটিজেনস ফর ইনক্লুসিভ গভর্নেন্স, সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি’ প্রকল্প। এটি যৌথভাবে বাস্তবায়িত হচ্ছে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (SDC) এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)-এর আর্থিক সহায়তায়।
 

প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, প্রকল্প কর্মকর্তা মাসুদ রানা এবং বিলকিস সুলতানা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এজাহারুল ইসলাম, এনএসএস পরিচালক ইমাম হোসেন স্বপন, নারীনেত্রী সালমা, তানিয়া, মুনমুন, ইউপি সদস্য খালেদা আক্তার, কাঞ্চন আক্তার ও মনোয়ারা বেগম, কাকলী ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন এবং বিভিন্ন এনজিও ও সংগঠনের সদস্যবৃন্দ।
 

কর্মশালার অংশগ্রহণকারীরা একমত পোষণ করেন, স্থানীয় উন্নয়ন পরিকল্পনা ও সেবার মানোন্নয়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তারা বলেন, “এই ধরনের প্রশিক্ষণ তরুণদের দক্ষ করে তুলবে এবং স্থানীয় সরকার আরও জবাবদিহিমূলক হবে।”
 

দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা হাতে-কলমে শিখেছেন:

  • পরিবীক্ষণের মৌলিক ধারণা ও প্রয়োজনীয়তা

  • নাগরিক পরিবীক্ষণের কৌশল

  • তথ্য অধিকার আইন ২০০৯ ও এর প্রয়োগ

  • নাগরিক অংশগ্রহণে সেবাদান প্রক্রিয়ার মূল্যায়ন

  • কমিউনিটি স্কোরকার্ড পদ্ধতির ধাপসমূহ

  • স্থানীয় সরকারের সেবাদান কাঠামো ও জবাবদিহিতা

  • গবেষণা ও তথ্য বিশ্লেষণের ব্যবহার
     

অংশগ্রহণকারীরা জানান, তারা স্থানীয় সমস্যা ও জনগণের চাহিদা যথাযথভাবে উপস্থাপন এবং প্রভাবশালী প্ল্যাটফর্মে তুলে ধরার কৌশল শিখেছেন। একজন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি বলেন, “শুধু অভিযোগ করলেই হবে না; সঠিকভাবে তথ্য সংগ্রহ করে বাস্তবচিত্র তুলে ধরতে হবে, যাতে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত হয়।”
 

প্রকল্প ‘ভয়েস ফর চেইঞ্জ’ মূলত নাগরিকদের ক্ষমতায়নের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত এবং বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫