জয়পুরহাট সদর উপজেলা থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস,জয়পুরহাট প্রতিনিধি:-
জয়পুরহাট সদর উপজেলা থেকে ৫৫ বছর বয়সী রিকশাচালক দিলীপ বর্মণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৭টার দিকে চকশ্যাম ব্রিজের উত্তর পাশে, পৌর এলাকার বুলুপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দিলীপ বর্মণ দোগাছী ইউনিয়নের খোনাপাড়া গুচ্ছগ্রামের মাখন বর্মণের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিলীপ একজন ব্যাটারিচালিত রিকশাচালক। তিনি সাধারণত রাতের বেলা শহর ও আশপাশের এলাকায় রিকশা চালাতেন। বুধবার সন্ধ্যার পরও তিনি রিকশা নিয়ে বের হন। তবে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে স্থানীয়রা হাঁটতে গিয়ে রাস্তায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। রিকশাটির সন্ধান এখনও মেলেনি।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান, "আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫