|
প্রিন্টের সময়কালঃ ০১ মার্চ ২০২৫ ১১:২৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ মার্চ ২০২৫ ০৫:২১ অপরাহ্ণ

রোজায় মেট্রোরেলে ২৫০ মিলিলিটার পানি বহনের অনুমতি


রোজায় মেট্রোরেলে ২৫০ মিলিলিটার পানি বহনের অনুমতি


চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল রোববার থেকে দেশে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। এ উপলক্ষে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) রমজান মাসে মেট্রোরেল স্টেশন ও ট্রেনে ২৫০ মিলিলিটার পানি বহনের অনুমতি দিয়েছে।
 

২৭ ফেব্রুয়ারি ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উলাহ শরিফীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রমজান মাসে মেট্রোরেলের চলাচল সংক্রান্ত নতুন নিয়ম ঘোষণা করা হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোজার সময় মেট্রোট্রেন ও স্টেশন এলাকায় যাত্রীদের জন্য ২৫০ মিলিলিটার পরিমাণ পানি বহনের অনুমতি থাকবে। তবে পানি যাতে পড়ে না যায়, সেজন্য যাত্রীদের সতর্ক থাকতে বলা হয়েছে। ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম, কনকোর্স বা প্রবেশ ও বাহির হওয়ার গেটের ডাস্টবিনে ফেলতে হবে। মেট্রোরেল ও স্টেশন এলাকায় খাবার গ্রহণ করার অনুমতি নেই। এই বিধি মেনে চলতে সকল যাত্রীকে সতর্ক করা হয়েছে।
 

রমজান মাসে মেট্রোরেল চলাচলের সময়সূচিতে কোনো পরিবর্তন হবে না। শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন এবং শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে। অন্যান্য দিনে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১০ মিনিটে ছাড়বে এবং সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছেড়ে যাবে। মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল সাড়ে ৭টায় এবং সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে।
 

ডিএমটিসিএল জানিয়েছে, এই সময়সূচি রমজান মাসের শুরু থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত প্রযোজ্য থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫