|
প্রিন্টের সময়কালঃ ৩১ জুলাই ২০২৫ ০১:০৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ জুলাই ২০২৫ ০৬:৩২ অপরাহ্ণ

গণহত্যায় জড়িত শীর্ষ আসামিদের বিচার ডিসেম্বরের মধ্যেই শেষ হবে: চিফ প্রসিকিউটর


গণহত্যায় জড়িত শীর্ষ আসামিদের বিচার ডিসেম্বরের মধ্যেই শেষ হবে: চিফ প্রসিকিউটর


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, গণহত্যায় জড়িত শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বিচার চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে।
 

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি জানান, গণহত্যার বিচার মোবাইল কোর্টের মতো নয়—এটি সময় নিয়ে, বিস্তারিত প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো সরকার বা আন্তর্জাতিক মহল প্রশ্ন তুলতে না পারে।
 

তাজুল ইসলাম আরও জানান, আগামী ৩ আগস্ট প্রথম সাক্ষী হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন একজন। এ প্রসঙ্গে তিনি বলেন, “যে গুলি করেছে, সে নয়—গণভবনে বসে যারা নির্দেশ দিয়েছে, তারাই প্রকৃত অপরাধী।”
 

তদন্ত সংস্থার প্রসঙ্গে তিনি বলেন, “যদিও সদস্যরা পুলিশ বাহিনী থেকে এসেছেন, তারা কোনো স্বৈরশাসনের দোসর নন। বরং বিগত সরকারে তারা বঞ্চিত ছিলেন, সেখান থেকেই বেছে এনে আমরা তদন্তে যুক্ত করেছি।”
 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের। এ সময় জুলাই অভ্যুত্থানে শহীদ এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। শেষে ‘ট্রায়াল অব জুলাই কার্নেজ’ শীর্ষক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫