|
প্রিন্টের সময়কালঃ ১১ জুলাই ২০২৫ ০৯:০০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ এপ্রিল ২০২৩ ০২:১৫ অপরাহ্ণ

জন্মদিনের আগেই ‘নিখোঁজ’ আল্লু, ছাপানো হলো পোস্টার


জন্মদিনের আগেই ‘নিখোঁজ’ আল্লু, ছাপানো হলো পোস্টার


কোথায় ‘পুষ্পা’? কোথায় দক্ষিণী তারকা আল্লু অর্জুন! সোশ্যাল মিডিয়াজুড়ে ছড়িয়ে পড়েছে এমন পোস্টার। এমনকি দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানাও ‘পুষ্পা’ নিঁখোজ হওয়ার পোস্টার শেয়ার করলেন। তবে ব্যাপারটা কী?

সূত্রের খবর অনুযায়ী, আগামী ৭ এপ্রিল (শুক্রবার) মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা : দ্য রুল’ ছবির প্রথম ঝলক। বিকেল ৪টা নাগাদ সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হবে সেই ঝলক। সেটার প্রচারের জন্যই এমন পোস্টার।

খবর অনুযায়ী, ‘পুষ্পা টু’ ছবির চিত্রনাট্যে বড়সড় বদল ঘটেছে। জানা গেছে, ‘পুষ্পা টু’তে ‘শ্রীবল্লি’ চরিত্রটার মৃত্যু ঘটবে। ছবির শুরুতেই মিলবে তার ইঙ্গিত।


তবে এসব রটে গেলেও, ছবির প্রযোজক ওয়াই রবি শঙ্কর জানিয়েছেন, গল্পের মধ্যে অনেক পরিবর্তন হবে, তা একেবারেই সত্যি। কিন্তু শ্রীবল্লির চরিত্রের মৃত্যু ঘটবে তা কিন্তু নয়। বরং ছবির সব চরিত্রগুলোই নতুন শেড পাবে। আল্লু অর্জুনের লুক নিয়েও নতুন করে ভাবনা চিন্তা করা হচ্ছে।

‘পুষ্পা টু’তে আল্লু অর্জুনকে একেবারে নতুনভাবে দেখা যেতে পারে। শুধু তাই নয়, ফাহদা ফাসিলের চরিত্রকেও একটু বেশি গুরুত্ব দেওয়া হবে ‘পুষ্পা টু’ ছবিতে। যা কিনা এই ছবির বড় চমক হতে পারে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫