স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের আজীবন দাতা সদস্য মাইনউদ্দিনকে সংবর্ধনা

আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধি:-
মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের ভূতাইল 'স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠন' এর আজীবন দাতা সদস্য হয়েছেন মোঃ মাইন উদ্দিন। গতকাল হাটখোলা বাজারে স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে চারিপাড়া গ্ৰামের সিঙ্গাপুর প্রবাসী মোঃ মাইন উদ্দিন সংগঠনের ফান্ডে নগদ পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করেন। এসময় তাকে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা প্রদান করা হয়।
স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক মীর সুমনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভূতাইল গ্ৰামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আবদুস সাত্তার, আবুল হোসেন চৌধুরী, স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের নির্বাহী সদস্য মোঃ বাতেন, ক্রীড়া সম্পাদক মুন্সী মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান তানজীম। এসময় আরো উপস্থিত ছিলেন: সাংগঠনিক সম্পাদক মোঃ মমিন মিয়া, সাংগঠনিক সম্পাদক হৃদয় মিয়া, কোষাধ্যক্ষ আরিফ মিয়া, দপ্তর সম্পাদক গোলাম রসূল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাসুদ মিয়া, সহ-প্রচার সম্পাদক হোসাইন আহম্মেদ এছাড়াও ওসমান গনী, জাকির হোসেন, ফরিদ মিয়া, শামিম মিয়া, রাসেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের সভাপতি মোঃ সাজ্জাত হোসেন জানিয়েছেন, এই সংগঠনের মাধ্যমে এলাকার হত দরিদ্র মানুষের সহায়তা করা এবং বিভিন্ন ধরনের সমাজকল্যাণ মূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সিঙ্গাপুর প্রবাসী মোঃ মাইন উদ্দিন দাতা সদস্য হয়েছেন তাকে আমরা ধন্যবাদ জানাই। আগামীতে আরো বড় পরিসরে বিভিন্ন কল্যাণ মূলক কার্যক্রম সংগঠনের মাধ্যমে করা হবে ইনশাআল্লাহ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫