লাকসামে জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক
সেলিম চৌধুরী হীরা,বিশেষ প্রতিনিধি:-
লাকসাম পৌরসভার আয়োজনে ২ ফেব্রুয়ারি লাকসাম পৌর অডিটোরিয়ামে জন্ম-মৃত্যু নিবন্ধন সপ্তাহ উপলক্ষে জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন কার্যক্রমের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় লাকসাম পৌরসভাসহ লাকসামের সকল ইউনিয়নে একযোগে জন্ম-মৃত্যু নিবন্ধন সপ্তাহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন কুমিল্লা জেলা প্রশাসক।
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও লাকসাম পৌরসভার প্রশাসক মোঃ কাউছার হামিদ এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় ঝুমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার। বিশেষ অতিথি হিসেবে ঝুমে বক্তব্য দিয়েছেন স্থানীয় সরকার কুমিল্লার উপ-পরিচালক এস,এম, গোলাম কিবরিয়া।
উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুর রহমান বাদল, লাকসাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির হোসেন, প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজিয়া বিনতে আলম, লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা, লাকসাম পৌর সভার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আল ইমরান, লাকসাম উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ দেলোয়ার হোসেন, লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার, লাকসাম পৌরসভার প্রসাশনিক কর্মকর্তা মোঃ আবুল খায়ের, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রসরাজ ও ইসলামিক ফাউন্ডেশন এর কর্মকর্তাবৃন্দ । এ ছাড়াও সকল ইউনিয়ন পরিষদের সচিবগণ উক্ত আলোচনা সভায় ঝুমে যুক্ত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫