|
প্রিন্টের সময়কালঃ ২৩ এপ্রিল ২০২৫ ০৩:৩১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ অক্টোবর ২০২৪ ০৩:০৬ পূর্বাহ্ণ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে রক্তপাত! নগর ভবনে সংঘটিত হামলায় ২ কর্মকর্তা আহত


ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে রক্তপাত! নগর ভবনে সংঘটিত হামলায় ২ কর্মকর্তা আহত


ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সহিংসতা: টেন্ডার বিষয়ে বিরোধের জেরে হামলা

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নগর ভবনে সংঘটিত হামলার ঘটনায় দুই কর্মকর্তা আহত হয়েছেন। ঐদিন পাবলিক টয়লেট ও কফি হাউজের টেন্ডার নিয়ে বিরোধের জেরে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত বুধবার বিকেলে নগর ভবনে এই ঘটনা ঘটে। হামলায় সার্ভেয়ার এম এম আনোয়ার হোসেন ও প্রধান সম্পত্তি কর্মকর্তার ব্যক্তিগত সহকারী (পিএ) ফজলে রাব্বি আহত হয়েছেন। ভারী বস্তু দিয়ে আঘাত করার ফলে সার্ভেয়ারের মাথা ফেটে যায়।

আহত সার্ভেয়ার এম এম আনোয়ার জানান, টেন্ডার নিয়ে কাগজপত্র নিয়ে তিনি প্রধান সম্পত্তি কর্মকর্তার কক্ষে যাওয়ার সময় ১০-১২ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। তিনি আরও জানান, কয়েকদিন আগে নিউমার্কেট এলাকায় ইজারা সংক্রান্ত বিষয়ে হুমকি পেয়েছিলেন এবং ধারণা করছেন একই দল তাদের ওপর হামলা চালিয়েছে।

ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তার ব্যক্তিগত সহকারী ফজলে রাব্বিও হামলার শিকার হয়েছেন। তিনি জানান, নগর ভবনের সিসি ক্যামেরায় হামলাকারীদের চিহ্নিত করা সম্ভব। তিনি আরও অভিযোগ করেন, সরকার পরিবর্তনের পর থেকেই নগর ভবনে এ ধরনের হুমকি ও হামলার ঘটনা নিয়মিত।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসসিসির কয়েকজন কর্মচারী জানান, নিউমার্কেট থানার একজন সাবেক সাধারণ সম্পাদকসহ কয়েকজন ব্যক্তি টেন্ডার না পাওয়ায় এই হামলা চালিয়েছে। তারা দাবি করেন, এই ব্যক্তিরা বিভিন্ন সময় নগর ভবনে এসে হুমকি ধামকি দিয়ে আসছিল। সম্প্রতি চাঁদাবাজির কারনে যৌথবাহিনীর হাতে আটক এবং পরে দল হতে বহিস্কারের ঘটনাও ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হলেও পরে তারা চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এই ঘটনায় উঠে আসা প্রশ্ন:

  • ডিএসসিসি নগর ভবনে এ ধরনের নিয়মিত সহিংস ঘটনা ঘটার কারণ কী?
  • টেন্ডার প্রক্রিয়ায় জড়িতদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কী ব্যবস্থা নেওয়া হবে?
  • হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য কী ব্যবস্থা নেওয়া হবে?
  • নগর ভবনে কর্মরত কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কী ব্যবস্থা নেওয়া হবে?
  • এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রশাসনকে দ্রুত এই ঘটনায় তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।

 

ভিডিও ফুটেজ থেকে আক্রমনকারী সন্ত্রাসীরা-


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫