মালয়েশিয়া অগ্নিকাণ্ডে নিহত তিন বাংলাদেশির দেশে শেষ বিদায়

ঢাকা প্রেস
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:-
মালয়েশিয়ার ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত তিন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মুন্সীগঞ্জের রমজানবেগ গ্রামের এই তিন রেমিট্যান্স যোদ্ধার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
গত ১০ অক্টোবর, মালয়েশিয়ার জোহরবার্গ রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক গুরুতর দগ্ধ হন। তাদের মধ্যে জব্বার আলী, আবু তাহের এবং সালাম নামের এই তিন যুবক দেশে ফিরিয়ে আনার আগেই সেখানে মারা যান।
রোববার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার রমজানবেগ এলাকায় বাড়ির পাশের উঠানে তাদের জানাজায় স্থানীয়রা ভিড় জমান। পরে রমজানবেগ দক্ষিণ পাড়া সামাজিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
৮ বছর আগে বৈধভাবে মালয়েশিয়া গিয়েছিলেন এই তিন যুবক। পরিবারের ভরণপোষণের জন্য বিদেশে গিয়েও মৃত্যুবরণ করতে হল তাদের। তাদের মৃত্যুতে স্বজনের শোকের মাতম বইছে পরিবারগুলোতে। স্থানীয়রা নিহতদের পরিবারের আর্থিক ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫