|
প্রিন্টের সময়কালঃ ৩১ আগu ২০২৫ ০৬:৫৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ আগu ২০২৫ ০৭:৪৮ অপরাহ্ণ

জি এম কাদেরের বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন


জি এম কাদেরের বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন


জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের বাসার সামনে সতর্ক অবস্থানে রয়েছে বিপুলসংখ্যক পুলিশ।
 

শনিবার (৩০ আগস্ট) দুপুরের পর থেকে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে তার বাসার সামনে মোতায়েন করা হয় পুলিশ সদস্যদের। দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বিকেল পর্যন্ত কোনো অঘটন ঘটেনি।
 

এর আগে শুক্রবার সন্ধ্যার পর থেকে রাত অবধি কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ওই সময় পুলিশ ও সেনা সদস্যদের লাঠিপেটায় গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ আরও কয়েকজন।
 

এই ঘটনার পর শনিবার বিকেলে বিএনএস সেন্টারে ‘জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স’ ও ‘উত্তরা ছাত্র জনতা’-এর ব্যানারে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তোলা হয়।
 

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে—এমন আশঙ্কায়ই জি এম কাদেরের বাসার সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫