|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:০১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ আগu ২০২৪ ০৪:৫২ অপরাহ্ণ

সিলেট বিমানবন্দরে ১৬ কোটি টাকার স্বর্ণ জব্দ, একজন আটক


সিলেট বিমানবন্দরে ১৬ কোটি টাকার স্বর্ণ জব্দ, একজন আটক


ঢাকা প্রেস
সিলেট জেলা প্রতিনিধি:-


সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জুস মেশিনে লুকিয়ে প্রায় ১৬ কোটি টাকার ১৫ কেজি ৯১৫ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।



 



বুধবার (২৮ আগস্ট) সকাল ৮টায় শারজাহ থেকে সিলেটে অবতরণ করা বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-২৫২) থেকে ওই যাত্রীকে আটক করা হয়। আটক তোয়াকুল হক গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা।
 

শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের ফাঁকি দিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে পার্কিংস্থলে চলে যাওয়ার পর, এভিয়েশন শাখার কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করে পুনরায় গ্রিন চ্যানেলে নিয়ে আসেন। সেখানে তল্লাশি করে তার লাগেজে রক্ষিত জুস মেশিনে জড়ানো অবস্থায় ১০৭ পিস স্বর্ণের বার পাওয়া যায়।
 

বিমানবন্দর ও এয়ারফ্রেইটের সহকারী কমিশনার আসাদ উজ জামান জানান, জব্দকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য আনুমানিক ১৬ কোটি ৩০ লাখ ৯১ হাজার টাকা হবে। তবে বিশেষজ্ঞ দিয়ে যাচাই করে স্বর্ণের সঠিক দাম নিরূপণ করা হবে।
 

আটক যাত্রী জুস মেশিনের অভ্যন্তরে এবং রিংগুলিতে স্বর্ণের বারগুলো জড়িয়ে রেখেছিল। এই কৌশলটি ব্যবহার করে সে শুল্ক কর্মকর্তাদের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫