|
প্রিন্টের সময়কালঃ ০৮ এপ্রিল ২০২৫ ০৯:৩৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১৮ অপরাহ্ণ

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি পলাশবাড়ী উপ-শাখার উদ্বোধন


ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি পলাশবাড়ী উপ-শাখার উদ্বোধন


ঢাকা প্রেস

সিরাজুল ইসলাম রতন,স্টাফ রিপোর্টার গাইবান্ধা:-


গাইবান্ধার পলাশবাড়ীতে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি পলাশবাড়ী উপশাখা’র শুভ উদ্বোধন করা হয়েছে। 
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় পলাশবাড়ী পৌরশহরের গাইবান্ধা রোড মেনাজ সিটি’র দ্বিতীয় তলায় ফিতা কেটে ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন করেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি গোবিন্দগঞ্জ শাখা ম্যানেজার সিনিয়র অ্যাসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আসাদুর রহমান। ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র পলাশবাড়ী উপশাখার সিনিয়র অফিসার ও ইনচার্জ মো. রফিকুল ইসলাম, অ্যাসিন্ট্যান্ট অফিসার মো. মাইনুর রেজা ও জুনিয়র ক্যাশ অফিসার মো. মাহবুবুল ইসলাম ছাড়াও সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে পলাশবাড়ী প্রেস কাব প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম সরকার, উপদেষ্টা ফেরদাউছ মিয়া, মডেল প্রেস কাব সভাপতি রবিউল হোসেন পাতা, ভবন মালিক ও প্রেস কাব পলাশবাড়ীর সভাপতি মন্জুর কাদির মুকুল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও জামায়াত নেতা আবু তালেব সরকার মাস্টার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ রানাসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে ব্যাংকের অগ্রগতি ও সাফল্য কামনা করেন বিশেষ দো’আ পরিচালনা করেন থানা জামে মসজিদ পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মাও: মোস্তাফিজার রহমান রাজা। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫