|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৪:৩৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ

চেয়ারম্যানের নির্দেশে ৬ ঘন্টা গাছে বেঁধে কিশোরীকে নির্যাতন, গ্রেফতার ১


চেয়ারম্যানের নির্দেশে ৬ ঘন্টা গাছে বেঁধে কিশোরীকে নির্যাতন, গ্রেফতার ১


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রামের রাজারহাটে বাবার নামে চুরির ‘মিথ্যা অপবাদের’ প্রতিবাদ করায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ৬ ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। গাছের সঙ্গে বেঁধে রাখার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিকেল ৪টার দিকে গিয়ে কিশোরীকে উদ্ধার করে পুলিশ।
 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
 

ঘটনাস্থল থেকে স্থানীয় সাংবাদিক খন্দকার আরিফ জানান, আমি ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীকে গাছের সঙ্গে বেঁধে রাখতে দেখেছি। তার উপস্থিতিতে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িতদের নামও জানিয়েছে ভুক্তভোগী কিশোরী।
 

স্থানীয়রা জানান, ভুক্তভোগী ওই কিশোরীর ছোটবোন আশামনি (৯) বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিল। তার দাদি নাতনির চিকিৎসার খরচের জন্য ওই কিশোরীর বাবাকে একটি গরু দেন। পরে ওই কিশোরীর দুঃসম্পর্কের দাদা আব্দুল কাদের (সাবেক ইউপি সদস্য) ওই কিশোরীর বাবার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ আনেন এবং চৌকিদার পাঠিয়ে হুমকি দেন। বাবাকে দেওয়া অপবাদের প্রতিবাদ করলে আব্দুল কাদেরের উঠানেই নবম শ্রেণির ওই কিশোরীকে গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করা হয়।
 

ভুক্তভোগী কিশোরী জানায়, অপবাদের প্রতিবাদ করতে এবং দাদির সঙ্গে দেখা করতে এলে আব্দুল কাদের কয়েকজনের সহায়তায় সকাল ১০টার দিকে তাকে বেঁধে রাখে। গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে এবং মারধর করে হাঁটুতে, গলায় এবং পিঠে জখম করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে।
 

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তছলিম উদ্দিন বলেন, আমি বিষয়টি নিয়ে তদন্তের কাজ করছি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। বাবার বিরুদ্ধে চুরির অপবাদের প্রতিবাদ করায় এক কিশোরীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ মমেনা বেগম নামে এক নারীকে আটক করেছে। পুলিশ বাকি দোষী ব্যক্তিদের গ্রেফতার করতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫