বন্দরটিলায় ডাইনামিক নাছির প্লাজা কাঁচাবাজার ও শপিং মলের উদ্ধোধন: একই সঙ্গে বহু পণ্যের সমাহার

সভাপতির বক্তব্য রাখেন ডাইনামিক ডেভেলপমেন্ট ল্যান্ডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওসমান হারুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম -১১ এর সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাষ্টি বোর্ড পরিচালক আলহাজ্ব মোঃ শফিউল আলম (শফি),প্রবীণ সাংবাদিক,দ্যা পিপলস ভিউর সম্পাদক মোঃ ওসমান গনি মুনসুর, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ জাহিদুল করিম কচি, দঃ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মুজিবুর রহমান চেয়ারম্যান,এডভোকেট মোঃ শাহেদ আলী, ল্যান্ড ওনারের পক্ষে আলহাজ্ব মোঃ ইউসুফ, বিশিষ্ট সমাজসেবক ও সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক হাজী মুজিবুল হক বকুল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একই সাথে শপিং মল ও কাঁচা বাজারের সমন্বয় সাধন করে এই মার্কেটে সবাই কে সানন্দে আসার আহ্বান জানিয়েছেন আমন্ত্রিত অতিথিরা। চসিক মেয়র ডাঃ মোঃ শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় না আসার জন্য দুঃখপ্রকাশ করেছেন আয়োজক ডাইনামিক ডেভেলপমেন্টের চেয়ারম্যান মোঃ ওসমান হারুন। পরিশেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫