|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৬:২০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ সেপ্টেম্বর ২০২৪ ১২:১৬ অপরাহ্ণ

ঢাবিতে নির্মম হত্যাকাণ্ড: তোফাজ্জলের মৃত্যুতে শোকাহত গ্রাম


ঢাবিতে নির্মম হত্যাকাণ্ড: তোফাজ্জলের মৃত্যুতে শোকাহত গ্রাম


ঢাকা প্রেস
বরগুনা প্রতিনিধি:-


বরগুনার পাথরঘাটায় নিজের বাবা-মা এবং ভাইয়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা তোফাজ্জল হোসেন। শুক্রবার সকালে তার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

এই হত্যাকাণ্ডে গভীরভাবে শোকাহত পরিবার ও এলাকাবাসী হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি করেছেন। নিহত তোফাজ্জলের স্কুল শিক্ষক মিলন মিয়া জানান, তোফাজ্জল খুব মেধাবী ও শান্ত স্বভাবের ছাত্র ছিল। তিনি আরও বলেন, "আমরা হত্যাকারীদের বিচার চাই এবং তার সঙ্গে যারা তাকে মানসিক ভারসাম্যহীন করেছেন তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।"
 

তোফাজ্জলের মামাতো বোন তানিয়া জানান, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং দোষ এড়াতে মোবাইল চুরির অপবাদ দেয়া হয়েছে। তিনি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, "আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই।"
 

গত বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা আটক করে বারবার মারধর করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ঢাকা মহানগর পুলিশ ৬ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫