|
প্রিন্টের সময়কালঃ ২৬ জানুয়ারি ২০২৬ ০২:৩৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ জানুয়ারি ২০২৬ ১১:০০ পূর্বাহ্ণ

মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে দুটি হত্যা মামলার আসামি আরিফ ডাকাত গ্রেপ্তার


মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে দুটি হত্যা মামলার আসামি আরিফ ডাকাত গ্রেপ্তার


রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:


কুমিল্লার মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আরিফ (৩২) নামে এক কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আরিফের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।


 


 

রোববার (২৫ জানুয়ারি) ভোরে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের বোড়ারচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আরিফ মুরাদনগর উপজেলার পাহাড়পুর গ্রামের মনির হোসেনের ছেলে।
 

পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর–ইলয়টগঞ্জ সড়কে চলাচলরত যানবাহনে ডাকাতির উদ্দেশ্যে বোড়ারচর এলাকায় রাস্তার পাশে ঝোপের আড়ালে একদল ডাকাত প্রস্তুতি নিচ্ছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খানের নির্দেশনায় পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে আরিফকে আটক করা সম্ভব হয়। তবে তার সঙ্গে থাকা অন্য সদস্যরা পালিয়ে যায়।
 

অভিযানকালে আরিফের কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল, একটি শাবল এবং চারটি কাঠের লাঠি উদ্ধার করা হয়।
 

মুরাদনগর থানা সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আরিফের বিরুদ্ধে পূর্বে তিনটি ডাকাতি মামলা রয়েছে। এর মধ্যে দুটি হত্যা মামলা এবং একটি অস্ত্র মামলা অন্তর্ভুক্ত।
 

এ বিষয়ে ওসি হাসান জামিল খান বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, চোর, ডাকাত, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ সকল ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬