|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৩৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ নভেম্বর ২০২৪ ০৪:৩৯ অপরাহ্ণ

সম্পর্ক ভেঙে মল্লিকা শেরওয়াত বললেন, ‘‘এখন যোগ্য পুরুষ পাওয়া দুষ্কর’’


সম্পর্ক ভেঙে মল্লিকা শেরওয়াত বললেন, ‘‘এখন যোগ্য পুরুষ পাওয়া দুষ্কর’’


ঢাকা প্রেস,বিনোদন ডেস্ক:-

 

ফরাসি প্রেমিক সিরিল অউক্সেনফানসের সঙ্গে সম্পর্কের ইতি টেনে সিঙ্গল ঘোষণা করলেন অভিনেত্রী মল্লিকা শেরওয়াত। তিনি জানালেন, ব্রেকআপের পর তাঁর উপলব্ধি, বর্তমানে যোগ্য পুরুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন।
 

 

হরিয়ানার এক ছোটো শহরে বেড়ে ওঠা মল্লিকা বলিউডে পা রাখেন পরিবারের অমতে। তার আগে তিনি বিমান সেবিকা হিসেবে কাজ করতেন। দিল্লির পাইলট করণ সিং গিলকে বিয়ে করলেও সেই সম্পর্কও টেকেনি, যা অনেকদিন গোপন রেখেছিলেন মল্লিকা, কারণ তিনি চাইতেন না যে তার কেরিয়ারে এর প্রভাব পড়ুক।
 

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে মল্লিকা তার ব্রেকআপের বিষয়টি জানান। তিনি বলেন, ‘‘আজকের সময়ে এবং এই বয়সে যোগ্য পুরুষ পাওয়া খুবই দুষ্কর। হ্যাঁ, এটা সত্যি যে আমি এখন সিঙ্গল।’’
 

২০১৭ সালে ফরাসি রিয়েল এস্টেট ব্যবসায়ী সিরিল অউক্সেনফানসের সঙ্গে সম্পর্ক শুরু করেছিলেন মল্লিকা। কিন্তু কেন আচমকা সেই সম্পর্ক ভেঙে গেল, সে ব্যাপারে বিস্তারিত জানাতে চাননি তিনি। তবে বিয়ে নিয়ে তার মতামত স্পষ্ট। মল্লিকা জানিয়েছেন, তিনি বিয়ে নিয়ে neither পক্ষেই না। বর্তমানে এ বিষয়ে তিনি বেশ উদাসীন।
 

বলিউডে মল্লিকার ক্যারিয়ার শুরু হয়েছিল ‘‘হট গার্ল’’ হিসেবে। প্রথমে ‘খোয়াইশ’ ও ‘মার্ডার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন। তবে নায়িকা হিসেবে নিজেকে পুরোপুরি প্রতিষ্ঠিত করতে পারেননি। এরপর হলিউডেও পাড়ি দিয়েছিলেন তিনি। ‘দ্য মিথ’ সিনেমায় জ্যাকি চ্যানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। তবে সেই সময়টা এখন অতীত। বর্তমানে বলিউডে নতুনভাবে কেরিয়ার শুরু করেছেন মল্লিকা। সম্প্রতি ‘ভিকি বিদ্যা কা ভো ওয়ালা ভিডিও’ সিনেমায় তাকে দেখা গেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫