|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ অক্টোবর ২০২৪ ০৮:২৭ অপরাহ্ণ

মেহেরপুরে হলুদে চক পাউডার: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান


মেহেরপুরে হলুদে চক পাউডার: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান


ঢাকা প্রেস
মেহেরপুর প্রতিনিধি:-

 

মেহেরপুরের গাংনীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে হলুদে চক পাউডার মিশ্রণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ ল্যাবরে নমুনা পরীক্ষায় এ তথ্য উঠে আসে। সাঈদ স্টোর নামে একটি মুদি দোকান থেকে সংগ্রহ করা হলুদে এই ভেজাল পাওয়া যায়।
 

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, তারা গাংনী বাজারে অভিযান চালিয়ে মাছ, তেল, হলুদসহ বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করেন। পরবর্তী পরীক্ষায় হলুদে চক পাউডারের উপস্থিতি এবং ফাস্টফুডের তেলে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পোড়া তেল পাওয়া যায়।
 

এই ঘটনায় জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনা করে কর্তৃপক্ষ অবিলম্বে জব্দকৃত হলুদ ও তেল জনসম্মুখে ধ্বংস করে। এছাড়াও, ব্যবসায়ীকে সতর্ক করে দেওয়া হয়।
 

মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ উদ্দীন বলেন, "ভেজাল খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। আমরা নিয়মিত অভিযান চালিয়ে ভেজাল খাদ্য বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি।"
 

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুল হক মানি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ভোক্তাদের সচেতন হয়ে নিরাপদ খাদ্য ক্রয়ের আহ্বান জানিয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫