মুরাদনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে গোলাম কিবরিয়া সরকার

আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ-
কুমিল্লার মুরাদনগর উপজেলা শ্রীরামপুর গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৫০ লাখ টাকার ক্ষতির শিকার হওয়া পরিবারটির পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার।
ক্ষতিগ্রস্ত শান্তা আক্তার জানান, আগুন তাদের প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ১০ লাখ টাকা, মূল্যবান আসবাবপত্র এবং কাপড়চোপড়সহ মোট আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা যায়, শ্রীরামপুর গ্রামের সেলিম সরকারের বাড়িতে গত শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে আকস্মিকভাবে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বাড়ির সবকিছু গ্রাস করে নেয়। যদিও এলাকাবাসীর দ্রুত হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয় , ততক্ষণ পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
এই ভয়াবহ ক্ষতির খবর পেয়েই আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে এসে দাঁড়ান। রবিবার দুপুরে তিনি ব্যক্তিগত উদ্যোগে পরিবারটিক ২ মাসের খাদ্য সহায়তা প্রদান করেন। তাঁর দেওয়া এই সহায়তার মধ্য রয়েছে চাল, ডাল, তৈল, চিনি, চিড়া, পেঁয়াজ, আদা ও রসুনসহ দৈনন্দিন প্রোয়োজনীয় খাদ্যসামগ্রী। এমন কঠিন সময় এই ধরনের সহায়তা নিঃসন্দেহে পরিবারটির জন্য বড় স্বস্তি এনে দিয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫