কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকার মাদক ও ভারতীয় সিগারেট জব্দ, আটক ১
আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় সিগারেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন চোরাকারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ১১ হাজার ৫৯৫ টাকা।
বিজিবি সূত্র জানায়, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২০ ডিসেম্বর কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর আওতাধীন সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি এলাকার লক্ষীপুর পোস্ট এবং আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি এলাকার কটকবাজার পোস্টে বিশেষ টহল অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সীমান্তের প্রায় ৮ কিলোমিটার অভ্যন্তরে বাংলাদেশের ভূখণ্ডের পদ্দারখীল ও চাঁনপুর বালুর মাঠ এলাকা থেকে বিজিবির টহল দল বিভিন্ন ধরনের অবৈধ মাদক ও ভারতীয় সিগারেট জব্দ করে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একজন চোরাকারবারিকে আটক করা হয়।
বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত মাদক ও অবৈধ ভারতীয় সিগারেট বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। চোরাচালান ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫