|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৯:৩৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ নভেম্বর ২০২৪ ০৬:৫৪ অপরাহ্ণ

চিন্ময়ের গ্রেপ্তারে শেখ হাসিনার মায়াকান্না: রিজভী


চিন্ময়ের গ্রেপ্তারে শেখ হাসিনার মায়াকান্না: রিজভী


ঢাকা প্রেস,রাজশাহী প্রতিনিধি:-

 

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে শেখ হাসিনার অবস্থানকে "কুমিরের কান্না" বলে অভিহিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
 

রিজভী বলেন, “শেখ হাসিনা সরকার, যারা মুগ্ধ-আবু সাঈদের মতো দুই হাজারের বেশি ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা করেছে, তারা এখন ভারতের কাছ থেকে পুরস্কার পাওয়ার আশায় এমন মায়াকান্না করছে। দেশের প্রচলিত আইনের ভিত্তিতেই চিন্ময় গ্রেপ্তার হয়েছেন। অথচ ভারতের পররাষ্ট্র দপ্তর এ ঘটনায় বিবৃতি দিলেও ছাত্রলীগের হাতে বিশ্বজিতের হত্যার সময় তারা চুপ ছিল। এটি দ্বৈত মানসিকতার উদাহরণ।”
 

অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম রফিকুল ইসলাম বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার তাদের মূল দায়িত্ব এড়িয়ে অপ্রাসঙ্গিক বিষয়, যেমন ব্যাটারিচালিত অটোরিকশা ও পলিথিন নিষিদ্ধ করার মতো বিষয়গুলোতে গুরুত্ব দিচ্ছে।”
 

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা ঐতিহাসিক ৭ই নভেম্বর ১৯৭৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫