|
প্রিন্টের সময়কালঃ ০৩ ডিসেম্বর ২০২৫ ১১:৫১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ ডিসেম্বর ২০২৫ ১২:৪০ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলসম্পদ দখলের চেষ্টা করছে: মাদুরো


যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলসম্পদ দখলের চেষ্টা করছে: মাদুরো


অনলাইন ডেস্ক

 

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ হুমকি মোকাবিলার জন্য তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক-এর সহযোগিতা চেয়েছেন। রোববার প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর সদস্যদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিশ্বের বৃহত্তম তেলসম্পদ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে
 

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টেলেসুরে প্রকাশিত চিঠিতে মাদুরো বলেন, "এই আগ্রাসন ঠেকাতে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন, তা আমি আশা করি। এটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের ভারসাম্যের জন্য উৎপাদক ও ভোক্তা উভয় দেশের জন্য গুরুতর হুমকি তৈরি করছে।" তিনি দেশটির ভূখণ্ড, জনগণ ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রাণঘাতী সামরিক শক্তি ব্যবহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ওপেক ও ওপেক প্লাস-এর কাছে তুলে ধরেছেন।
 

একই সময়, ভেনেজুয়েলা জানিয়েছে, ক্যারিবীয় অঞ্চলে একটি কথিত মাদকবাহী নৌকায় মার্কিন সেনাবাহিনীর হামলার তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। এটি জানিয়েছেন দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ
 

এদিকে, রোববার ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, তার মাদুরোর সঙ্গে ফোনে আলাপ হয়েছে। তবে ফোনালাপের বিস্তারিত তিনি প্রকাশ করেননি। উত্তেজনার মধ্যে সাংবাদিকরা জানতে চাইলে ট্রাম্প শুধু স্বীকার করেছেন যে আলাপ হয়েছে, কিন্তু বিষয়টি আলোচনা করা হয়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫