|
প্রিন্টের সময়কালঃ ১২ মে ২০২৫ ০৯:৫৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ আগu ২০২৪ ০৯:১০ অপরাহ্ণ

বাংলাদেশে আবারও কারফিউ জারি


বাংলাদেশে আবারও কারফিউ জারি


ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশে আবারও কারফিউ জারি
 

ঢাকা, বাংলাদেশ: গত কয়েকদিন ধরে চলা সহিংসতার প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা মহানগরসহ সারা দেশের বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে এই কারফিউ বলবৎ থাকবে।
 

কোটা সংস্কার আন্দোলন এবং এর পরিণতি:

গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক সংঘর্ষ শুরু হলে সরকার কারফিউ জারি করে। পরবর্তীতে ধাপে ধাপে কারফিউ শিথিল করা হলেও আজ আবার সহিংসতা বেড়ে যাওয়ায় পুনরায় কারফিউ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

কারফিউ শিথিলের বিষয়ে:

শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন, ঢাকা, নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জে আজ সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। তবে অন্যান্য জেলায় জেলা প্রশাসকের সিদ্ধান্ত অনুযায়ী কারফিউ শিথিল করা হবে।
 

বর্তমান পরিস্থিতি:

আজ রোববার দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫