|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:২৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ জুন ২০২৪ ০৬:২২ অপরাহ্ণ

লটারির টিকিটে কর বৃদ্ধি:


লটারির টিকিটে কর বৃদ্ধি:


ঢাকা প্রেসঃ
২০২৪-২৫ অর্থবছরের বাজেটে লটারির টিকিটের উপর কর ১০% থেকে বৃদ্ধি করে ১৫% করা হয়েছে।
এই পরিবর্তনটি ৬ই জুন, ২০২৪ সালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে বাজেট উত্থাপনের সময় ঘোষণা করা হয়েছিল।

 

লটারির টিকিটের দাম বৃদ্ধি পাবে। লটারি থেকে প্রাপ্ত সামগ্রিক আয় কমে যেতে পারে। সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

 

এই কর বৃদ্ধি সারা দেশে বিক্রিত সকল লটারির টিকিটের জন্য প্রযোজ্য। অনলাইন ও অফলাইন, উভয় মাধ্যমে কেনা টিকিটের জন্যই এটি প্রযোজ্য।

 

সরকার রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে এই কর বৃদ্ধি করেছে। লটারিকে হতাশাজনক বাজির একটি রূপ হিসেবে দেখা হয় এবং এর উপর কর বৃদ্ধি করে সরকার জনগণকে এটি থেকে বিরত রাখতে চায়।

 

বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা, যা গত অর্থবছরের তুলনায় প্রায় ৪১ হাজার কোটি টাকা বেশি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরে ছিল ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা। নতুন বাজেটে সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল ২ লাখ ৮৩ হাজার ৭৮৫ কোটি টাকা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫