|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ মে ২০২৩ ১২:২২ অপরাহ্ণ

কারিগরি বোর্ডের অধীনে স্বল্পমেয়াদি কোর্স বহালের দাবিতে মানববন্ধন


কারিগরি বোর্ডের অধীনে স্বল্পমেয়াদি কোর্স বহালের দাবিতে মানববন্ধন


বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত তিন থেকে ছয় মাস মেয়াদি (৩৬০ ঘণ্টা) স্বল্পমেয়াদি কোর্স কোর্সগুলো সংশ্লিষ্ট বোর্ডের অধীনে রাখার দাবি জানিয়েছে শর্ট কোর্স ঐক্য পরিষদ। সংশ্লিষ্টরা জানান, স্বল্পমেয়াদি কোর্স কার্যক্রম স্থগিত করা হলে কারিগরি শিক্ষায় শিক্ষার্থীর হার কমে যাবে। এতে প্রধানমন্ত্রী ঘোষিত ধারাবাহিক এনরোলমেন্ট (শিক্ষার্থী ভর্তি) লক্ষ্যমাত্রা ব্যাহত হবে।

আজ রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে শর্ট কোর্স ঐক্য পরিষদের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সেখানে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানরা তাদের বক্তব্য উপস্থাপন করেন।


সংগঠনটির প্রধান আহ্বায়ক মো. নাসির উদ্দিন ভূঞা বলেন, ‘বর্তমানে ১২টি ট্রেড (কর্মক্ষেত্র) নিয়ে স্বল্পমেয়াদি কোর্স সার্টিফিকেট পরিচালনা করা হচ্ছে। যা জীবনব্যাপী মেয়াদে সনদায়ন দিয়ে থাকে। অন্যদিকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) শুধুমাত্র ন্যাশনাল ট্রেনিং অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (এনটিভিকিউএফ) সম দক্ষতামান কাজে শুরু করেছে।

এসব সনদের মেয়াদকাল মাত্র ৫ বছর। এই দুই কোর্সের মধ্যে সাংঘর্ষিক কোনো বিষয় নেই।’

মানববন্ধনে বক্তারা বলেন, স্বল্পমেয়াদি কোর্সগুলো করার পর শিক্ষার্থীরা এনএসডিএ থেকে উচ্চপর্যায়ের প্রশিক্ষণ নিয়ে দক্ষ প্রশিক্ষণার্থী হিসেবে গড়ে উঠবে। স্বল্পমেয়াদি কোর্সের এসব কারিগরি প্রতিষ্ঠান বন্ধ করলে প্রশিক্ষণার্থী সংকটে পড়বে এনএসডিএ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫