|
প্রিন্টের সময়কালঃ ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২৫ অপরাহ্ণ

সরকারি তিন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন


সরকারি তিন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন


ঢাকা প্রেস নিউজ

 

অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও তার পরিবারের নামে থাকা তিনটি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। সংশোধিত প্রতিষ্ঠানগুলো হলো:
 

  1. রংপুরের শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, যা এখন পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর নামে পরিচিত হবে।
  2. গোপালগঞ্জের বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড), যার নতুন নাম পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ
  3. জামালপুরের শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, যা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর নামে পুনঃনামকরণ করা হয়েছে।
     

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন পেয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন অন্যান্য সমধর্মী প্রতিষ্ঠান, যেমন- পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর নামের সাথে সামঞ্জস্য রাখতেই এই পরিবর্তন আনা হয়েছে।
 

এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের জন্য পৃথক তিনটি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। এগুলো লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যাচাই-বাছাই শেষে উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে।
 

এছাড়া বৈঠকে 'ইন্টারন্যাশনাল ক্রাইম (ট্রাইব্যুনাল) (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫'-এর খসড়া অনুমোদন দেওয়া হয়, যার মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রাইম (ট্রাইব্যুনাল) অ্যাক্ট, ১৯৭৩ আরও সময়োপযোগী করা হবে।
 

পাশাপাশি, 'জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৫'-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এতে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সমন্বয়ে পরিমার্জিত খসড়া উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫