বাপেক্স মনোনীত প্রার্থীদের রোল নম্বর প্রকাশ

পেট্রোবাংলার আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সহকারী ব্যবস্থাপক ও সমমানের ৯৪টি এবং সহকারী কর্মকর্তা ও সমমানের ৪৩টি শূন্য পদের সুপারিশ করা/মনোনীত প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে।
বাপেক্সের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাপেক্সের সহকারী ব্যবস্থাপক ও সমমানের ৯৪টি শূন্য পদে এবং সহকারী কর্মকর্তা ও সমমানের ৪৩টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নম্বর এবং লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিকভাবে সুপারিশ করা/মনোনীত প্রার্থীদের রোল নম্বর নিজ নিজ ক্যাটাগরির মেধাক্রম অনুসারে প্রকাশ করা হলো।
সহকারী ব্যবস্থাপক (ভূতত্ত্ব) পদে ১৭ জন, সহকারী ব্যবস্থাপক (ভূপদার্থ) পদে ১১, সহকারী ব্যবস্থাপক (ইলেকট্রনিকস) পদে ৬, সহকারী ব্যবস্থাপক (আইসিটি) পদে ৩, সহকারী ব্যবস্থাপক (রসায়ন) পদে ৮, সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা) পদে ১, সহকারী ড্রিলার পদে ৪, সহকারী ব্যবস্থাপক (সিভিল) পদে ৩, সহকারী ব্যবস্থাপক (মেকানিক্যাল) পদে ৬, সহকারী ব্যবস্থাপক (ইলেকট্রিক্যাল) পদে ৬, সহকারী ব্যবস্থাপক (পেট্রোলিয়াম কৌশল) পদে ৪, সহকারী ব্যবস্থাপক (কেমিকৌশল) পদে ৬, সহকারী ব্যবস্থাপক (এনভায়রনমেন্ট) পদে ১, সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) পদে ১২, সহকারী ব্যবস্থাপক (হিসাব ও অর্থ) পদে ৬, উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) পদে ৩, উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) পদে ২, উপসহকারী প্রকৌশলী (অটোমোবাইল) পদে ১, উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে ২, উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রনিকস) পদে ৩, উপসহকারী প্রকৌশলী (কম্পিউটার) পদে ১, ট্রেইনি ড্রিলার পদে ১৬, সহকারী কর্মকর্তা (প্রশাসন) পদে ১০ এবং সহকারী কর্মকর্তা (হিসাব ও অর্থ) পদে ৫ জনকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের নিয়োগপত্র যথাসময়ে নিজ নিজ স্থায়ী ও বর্তমান ঠিকানায় ডাকযোগে পাঠানো হবে। পূর্বের প্রদত্ত মুঠোফোন নম্বরে এসএমএসের মাধ্যমে তা জানানো হবে।
মনোনীত প্রার্থীদের আগামী ২ অক্টোবর অফিস চলাকালে বাপেক্সের প্রশাসন বিভাগে (লেভেল-৫, বাপেক্স ভবন, ৪, কারওয়ান বাজার বা/এ, ঢাকা-১২১৫) যোগদান করতে হবে। মনোনীত কোনো প্রার্থী ১৫ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র না পেলে বাপেক্সের প্রশাসন বিভাগ থেকে ডুপ্লিকেট নিয়োগপত্র সংগ্রহ করতে পারবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫