সিঁদ কেটে ঘরে ঢুকে যুবদল নেতার পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:-
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় সিঁদ কেটে ঘরে ঢুকে এক যুবদল নেতার পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২২ জুলাই) গভীর রাতে শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কচুয়া গ্রামের মোল্লাবাড়িতে এ নৃশংস হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তি আবদুল খালেক মোল্লা (৪৪) বর্তমানে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি যুবদলের শৌলজালিয়া ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের একাংশের সভাপতি এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কাঁঠালিয়া শাখায় ফিল্ড অফিসার হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে খালেক মোল্লা প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা ঘরের পশ্চিম পাশে সিঁদ কেটে ভেতরে প্রবেশ করে এবং ঘুমন্ত অবস্থায় তার ডান পায়ের রগ কেটে দেয়। খালেক মোল্লার চিৎকারে ঘুম ভাঙে তার স্ত্রী ও সন্তানের। তারা দ্রুত বাড়ির অন্যদের ডাকলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
প্রথমে তাকে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়।
খালেকের স্ত্রী জেসমিন বেগম বলেন, "আমরা বুঝতেই পারছি না কারা এবং কেন এ ধরনের বর্বর হামলা চালিয়েছে।" পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সংবাদ পেয়ে কাঁঠালিয়া-রাজাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা বলেন, “এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তদন্ত চলছে।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫