দক্ষিণ এশীয় সহযোগিতার আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
দক্ষিণ এশীয় দেশগুলোর পারস্পরিক আস্থা পুনর্গঠন, আঞ্চলিক সংযোগ জোরদার এবং যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, বিশ্বব্যাপী অস্থিতিশীলতা যখন নতুন বাস্তবতা হিসেবে দেখা দিচ্ছে, তখন দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করে টেকসই উন্নয়নের পথ গড়ে তুলতে হবে।
আজ (মঙ্গলবার) পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত এসডিপিআই-এর বার্ষিক সম্মেলন ‘Sustainable Development in the Emerging World Disorder’-এর উদ্বোধনী অধিবেশনে অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রিজওয়ানা হাসান বলেন, “বায়ুদূষণ, প্লাস্টিক দূষণ, পানি নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের মতো অভিন্ন সংকট মোকাবেলায় দক্ষিণ এশীয় দেশগুলোর এখনই সম্মিলিতভাবে এগিয়ে আসা জরুরি।”
তিনি নদী শাসন, ন্যায্য পানি বণ্টন ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
উপদেষ্টা আরো বলেন, দক্ষিণ এশিয়া ইতোমধ্যে ঘনঘন বন্যা, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহের মতো আকস্মিক দুর্যোগের পাশাপাশি লবণাক্ততা বৃদ্ধি, মাটির উর্বরতা হ্রাস ও কৃষি উৎপাদন কমে যাওয়ার মতো ধীরগতির জলবায়ু বিপর্যয়ের মুখোমুখি।
তিনি জানান, বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে ২৩০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন, যা বৈশ্বিক জলবায়ু অর্থায়নের ঘাটতির বাস্তব চিত্র তুলে ধরে। “অর্থ না এলেও আমরা অপেক্ষা করব না; আমাদের জাতীয় ও আঞ্চলিকভাবে প্রস্তুত থাকতে হবে,”— বলেন তিনি।
সম্মেলনের প্রাসঙ্গিকতা উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, “বিশ্ব শাসনব্যবস্থার নিয়মভিত্তিক কাঠামো এখন সংকটে। বহুপাক্ষিকতা দুর্বল হচ্ছে, ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা, বৈষম্য ও জলবায়ু পরিবর্তন বিশ্বব্যবস্থাকে নতুনভাবে গঠন করছে।”
তিনি আরো বলেন, শ্রীলঙ্কা থেকে নেপাল পর্যন্ত জনগণের বিক্ষোভ দেখিয়েছে বর্তমান শাসনব্যবস্থা জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ। তবে নতুন প্রজন্মের প্রতি আস্থা রেখে তিনি বলেন, “তারা যুক্ত, সচেতন এবং প্রভাবিত হওয়ার মতো নয়—তাদের হাতেই গড়ে উঠছে নতুন বিশ্বব্যবস্থা।”
সম্মেলনে উপস্থিত ছিলেন—পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী প্রফেসর আহসান ইকবাল, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মোহাম্মদ ইয়াহিয়া, জাপানের আইজিইএস প্রেসিডেন্ট প্রফেসর কাজুহিকো তাকেওচি, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান, এসডিপিআই চেয়ারম্যান অ্যাম্বাসাডর শফকত কাকাখেল, নির্বাহী পরিচালক ড. আবিদ কাইয়ুম সুলেরি এবং এআইওইউ-এর ড. ইরশাদ আহমদ আরশাদ।
সূত্র: বাসস
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫