|
প্রিন্টের সময়কালঃ ১২ মে ২০২৫ ০৭:২০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ আগu ২০২৪ ০৯:১৯ অপরাহ্ণ

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা:


সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা:


ঢাকা প্রেস নিউজ
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা:

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে শনিবার (৩ আগস্ট) সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীরা রোববার (৪ আগস্ট) সকাল থেকে অসহযোগ কর্মসূচি পালন করছিল। এই কর্মসূচির অংশ হিসেবে, তারা সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ঢুকে ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে। রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান এই ঘটনাটি নিশ্চিত করেছেন।

 

এই ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ ও সমাবেশ চলছে। এই সংঘর্ষে এখন পর্যন্ত পুলিশসহ ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

এই পরিস্থিতি মোকাবেলায় সরকার রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে। তবে আন্দোলনকারীরা এই কারফিউকে প্রত্যাখ্যান করেছে। এছাড়া, সরকার আগামী সোম, মঙ্গল ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫