বাংলাদেশের বক্তব্যে বিদেশি বন্ধুদের আশ্বাস: পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার সর্বদা বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, সম্প্রতি ঘটে যাওয়া কিছু বিশৃঙ্খল ঘটনার পেছনের দোষীদের শাস্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। এই বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করায় বিদেশি বন্ধুরাও আশ্বস্ত হয়েছেন।
সোমবার (২ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি সংস্থা ও কূটনীতিকদের উদ্দেশ্যে ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, জাপান, চীন, কানাডা, সৌদি আরব, ইরান, সিঙ্গাপুর, পাকিস্তানসহ একাধিক দেশের প্রতিনিধিরা। এছাড়াও আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের প্রতিনিধিরাও ব্রিফিংয়ে অংশ নেন।
তৌহিদ হোসেন জানান, ভারতীয় মিডিয়ার অপপ্রচারের কারণে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি বলেন, “বিভিন্ন গ্লোবাল ক্যাম্পেইনের মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা মেনে নিচ্ছি যে তাদের শক্তি আমাদের চেয়ে বেশি। তবে আমরা প্রতিটি বিষয় পরিষ্কার করার জন্য কাজ করছি।”
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “বর্তমান সরকার সাম্প্রদায়িক অপতৎপরতা বরদাশত করবে না। আমাদের লক্ষ্য হিন্দু-মুসলিম ভেদাভেদ দূর করা। কোথাও বিশৃঙ্খলা দেখা দিলে তা দমনে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এই বার্তার মাধ্যমে সরকার দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে বিদেশি বন্ধুদের সহমর্মিতা ও সমর্থন পাওয়ার আশা করছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫