|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ নভেম্বর ২০২৪ ১০:০১ অপরাহ্ণ

সোনারগাঁয়ে ৮ কেজি গাঁজাসহ ২ নারী আটক


সোনারগাঁয়ে ৮ কেজি গাঁজাসহ ২ নারী আটক


ঢাকা প্রেস,সোনারগাঁ প্রতিনিধি:-

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী।
 

এর আগে, শুক্রবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়ারচর মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।
 

আটককৃতরা হলেন কুমিল্লার কোতোয়ালি থানার গোলাবাড়ী এলাকার মৃত আবুল হোসেনের মেয়ে ও মৃত আলী নেওয়াজের স্ত্রী দুলু বেগম (৬০) এবং একই জেলার দেবীদ্বার থানার রাজা মিয়া মাহারবাড়ী এলাকার মৃত মনির হোসেনের মেয়ে ও রিপন হোসেনের স্ত্রী রাবেয়া আক্তার সুইটি (২০)।
 

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে যাত্রী ছাউনির সামনে তল্লাশির সময় তাদের হাতে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করা হয়। এ সময় বাসে তল্লাশি চালিয়েও তাদের কাছ থেকে মোট ৮ কেজি গাঁজা পাওয়া যায়।
 

আটককৃত নারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫