|
প্রিন্টের সময়কালঃ ২২ ডিসেম্বর ২০২৫ ০৭:৩০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ ডিসেম্বর ২০২৫ ০২:০৮ অপরাহ্ণ

সুদানে ড্রোন হামলা, নিহত ১০


সুদানে ড্রোন হামলা, নিহত ১০


রবিবার সুদানের উত্তর দারফুর রাজ্যের একটি ব্যস্ত বাজারে ড্রোন হামলায় ১০ জন নিহত হয়েছে। তবে এ হামলার জন্য কে দায়ি তা জানা যায়নি।

 

সুদানজুড়ে সাহায্য সমন্বয়কারী শত শত স্বেচ্ছাসেবক দলের মধ্যে একটি ‘নর্থ দারফুর ইমার্জেন্সি রুমস কাউন্সিল’ শনিবার আরএসএফ-নিয়ন্ত্রিত শহর মালহার আল-হারা বাজারে ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে কাউন্সিল কারা এই হামলা চালিয়েছে, তা সনাক্ত করতে পারেনি।

 

হামলায় দোকানগুলোতে আগুন লেগেছে এবং ব্যাপক ক্ষতি হয়েছে।

দেশটির অন্যান্য স্থানেও লড়াই তীব্র হয়েছে। এ ঘটনায় দক্ষিণের অবরুদ্ধ দুর্ভিক্ষপীড়িত শহর কাদুগলি থেকে সাহায্য কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।

 

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস সংঘাতে জড়িয়ে পড়েছে।

 

কয়েক হাজার মানুষ নিহত হয়েছে এই সংঘর্ষে। প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সুদানে বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুতি ও ক্ষুধা সংকট দেখা দিয়েছে। সুদানের সেনাবাহিনী বা আরএসএফের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

 

যুদ্ধের বর্তমান কেন্দ্রবিন্দু এখন দক্ষিণ কর্ডোফান এবং রাজ্যের রাজধানী কাদুগলি এবং সেখানে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। সেখানে গত সপ্তাহে সেনাবাহিনী-নিয়ন্ত্রিত শহর থেকে পালানোর চেষ্টা করার সময় একটি ড্রোন হামলায় আটজন নিহত হন।

 

কাদুগলিতে কর্মরত একটি মানবিক সংস্থার একটি সূত্র রবিবার এএফপিকে জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে মানবিক গোষ্ঠীগুলো তাদের সমস্ত কর্মীকে সরিয়ে নিয়েছে। জাতিসংঘের কাদুগলি থেকে তাদের সরবরাহ কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্তের পরে এই স্থানান্তর শুরু হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে, কর্মীরা কোথায় গেছেন তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫