|
প্রিন্টের সময়কালঃ ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৪৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৪৯ অপরাহ্ণ

পাবনায় অনুষ্ঠিত হলো বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব


পাবনায় অনুষ্ঠিত হলো বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব


মোহাম্মদ আল মামুন,বিশেষ প্রতিনিধি (পাবনা):-

 

 

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও দৈনিক সমকালের যৌথ উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিএফএফ-সমকাল ১১তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে জেলার আটটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা শুরু হয়। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এবারের প্রতিপাদ্য ছিল— “বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি।”
 

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পাবনা স্কয়ার হাই স্কুল অ্যান্ড কলেজ। রানারআপ হয় পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন স্কয়ার হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মূসালাত আদিয়াত অয়ন
 

অন্যদিকে পাবনা জিলা স্কুল, পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স হাই স্কুল অ্যান্ড কলেজ, ছিদ্দিক মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ, গোপাল চন্দ্র ইনস্টিটিউশন (জিসিআই) ও আমজাদ হোসেন উচ্চ বিদ্যালয়সহ আট প্রতিষ্ঠানের মোট ২৪ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়।
 

অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় কুমার বীর। বিচারকের দায়িত্ব পালন করেন পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রাজু আহমেদ, সিদ্দিক মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা সুমনা ঘোষ, এবং বিশিষ্ট কবি ও সাহিত্যিক আজিজা পারভীন। মডারেটরের দায়িত্বে ছিলেন সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সাহিত্য বিতর্ক ক্লাব পাবনার সভাপতি ড. মো. মনছুর আলম
 

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক উৎপল মির্জা, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছিফাত রহমান সনম, প্রবীণ সাংবাদিক রাজিউর রহমান রুমি, সাবেক কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম সুইট, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ ছাড়া পাবনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫