|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৩১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ জুন ২০২৪ ০১:৪০ অপরাহ্ণ

কক্সবাজারে আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ ৫ জন গ্রেপ্তার


কক্সবাজারে আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ ৫ জন গ্রেপ্তার


ঢাকা প্রেস
কক্সবাজার প্রতিনিধিঃ-

র‌্যাব কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৪ থেকে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। র‌্যাবের দাবি, মৌলভী আকিজ রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যা ও রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চাঞ্চল্যকর "সেভেন মার্ডার"-এর অন্যতম পরিকল্পনাকারী।
 

 

সোমবার (১০ জুন) দিবাগত রাতে র‌্যাব-১৫ বিশেষ অভিযান পরিচালনা করে মৌলভী আকিজসহ ৫ জনকে গ্রেপ্তার করে। র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মৌলভী আকিজসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণসহ মোট ২১টিরও বেশি মামলা রয়েছে।

 

মৌলভী আকিজ রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত "সেভেন মার্ডার"-এর অন্যতম পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত। এই "সেভেন মার্ডার" ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। র‌্যাবের এই অভিযান রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫