|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৫ ০২:২৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ অক্টোবর ২০২৫ ০৩:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামে প্রতিবন্ধিতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


চট্টগ্রামে প্রতিবন্ধিতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম):-


 

সাপোর্টিং মিনিংফুল ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্টস ফর পারসনস উইথ ডিজেবিলিটিজ (স্মাইল)” প্রকল্পের আওতায় প্রতিবন্ধিতা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে চট্টগ্রাম শিশু একাডেমি মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

 


 

নর্থ আমেরিকান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ (নাহার)-এর অর্থায়নে আলহাজ শামসুল আলম ফাউন্ডেশন, সেন্টার ফর ডিজেবলস কনসার্ন (সিডিসি) এবং স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন যৌথভাবে কর্মশালাটি আয়োজন করে।


 


 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। সিডিসির সভাপতি ও নারী নেত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি সঞ্চালনা করেন সিডিসির নির্বাহী পরিচালক মিসেস লুৎফুন্নেসা রূপসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. আলী শিকদার
 

প্রশিক্ষণের মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্মাইল প্রকল্পের পরিচালক খন্দকার মো. আজহার আলী (সোহেল)। এছাড়া প্রশিক্ষণ প্রদান করেন সি.আর.পি-র চট্টগ্রাম একে খান সেন্টারের ম্যানেজার মো. খলিলুর রহমান এবং বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট নূর জাহান বেগম
 

প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহাঙ্গীর আলম বলেন,

“সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারায় আনতে দক্ষ প্রশিক্ষণ, সচেতনতা এবং সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত প্রয়োজন। সবাই মিলে কাজ করলে তাদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব।”

কর্মশালার শেষ পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫