কুড়িগ্রামে ১৪২ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ১৪২ পিস ইয়াবাসহ সাজিয়া বেগম (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ঘটনাটি ঘটেছে সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের খামার আন্ধারিঝাড় গ্রামের কাকড়া মোড় এলাকায়। জানা যায়, সাজিয়া বেগম ওই এলাকার আসাব আলীর স্ত্রী এবং সেখানে নিজস্ব একটি হোটেল পরিচালনা করতেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সাজিয়া বেগমের হোটেলে অভিযান চালিয়ে প্রথমে তার কাছ থেকে ৮২ পিস ইয়াবা উদ্ধার করে। পরে জিজ্ঞাসাবাদে তিনি বাড়িতেও ইয়াবা থাকার কথা স্বীকার করলে, বাড়ি তল্লাশি চালিয়ে আরও ৬০ পিস ইয়াবা এবং নগদ ৯৬০ টাকা উদ্ধার করা হয়। এভাবে মোট ১৪২ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নয়েব মোঃ কাজি নুরুন্নবী বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫