সাবমেরিন দিতে পারে ভারতকে জার্মানি

অস্ত্র নিয়ে রাশিয়ার ওপর থেকে ভারতের নির্ভরতা কমুক, চায় জার্মানি। ভারতকে সাবমেরিন দিতে পারে জার্মানি।
জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস ইন্দোনেশিয়া সফর করছেন। সেখান থেকে তিনি ভারতে আসবেন। ইন্দোনেশিয়ায় ডিডাব্লিউর প্রতিনিধি নিনা হ্যাসের সঙ্গে সাক্ষাৎকারে বরিস বলেছেন, জার্মানি চায় না, ভারত এই ভাবে রাশিয়ার অস্ত্রের উপর নিভরশীল থাকুক।
জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘জার্মানি একা এই পরিস্থিতি বদলাতে পারবে না। সহযোগী দেশগুলির সঙ্গে একসঙ্গে কাজ করতে হবে। তবে ভারত যদি রাশিয়ার অস্ত্রের উপর নির্ভরশীল থাকে সেটা দীর্ঘমেয়াদী ভিত্তিতে জার্মানির স্বার্থের পক্ষে ভালো নয়।’
বরিস জানিয়েছেন, আমি ভারত ও ইন্দোনেশিয়ার মতো নির্ভরযোগ্য সহযোগীদের একটা সিগন্যাল দিতে চাই। আমরা তাদের সাহায্য করব। তাদের সাবমেরিন দেয়ার সম্ভাবনাও আছে।
জার্মান প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘আমি এখানে এসেছি, কারণ, একুশ শতকে নিরাপত্তা, নৌ-চলাচলের স্বাধীনতা এবং আন্তর্জাতিক আর্থিক চ্যালেঞ্জের মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই অঞ্চল। তাই শুধু জার্মানি নয়, গোটা ইউরোপের কাছেই এই অঞ্চলের গুরুত্ব খুব বেশি।’
ইন্দোনেশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করা নিয়ে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীদের আলোচনা হয়েছে। তবে সেখানে অস্ত্র কেনাবেচা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
জার্মান প্রতিরক্ষামন্ত্রী বলেছেন,‘ আমার স্যুটকেসে কোনো অস্ত্র নেই। তবে আশ্বাস ও প্রতিশ্রুতি আছে যে, আমরা ব্যস্ত থাকব।’
তিনি জানিয়েছেন, ‘এই অঞ্চলের নির্ভরযোগ্য সহযোগীদের সঙ্গে আমরা সহযোগিতা করতে চাই।’
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫