অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা সজীব ভূঁইয়া আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার বিকেল পাঁচটার দিকে তাঁরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যমুনার সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকেই তাঁদের পদত্যাগ কার্যকর হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই দুই ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাঁদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। তিনি বলেন, ‘অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে যে অবদান রেখেছ, তা জাতি স্মরণ রাখবে। ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা সক্রিয় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’
তিনি আরও বলেন, ‘আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের ভূমিকা মনে রাখবে। এত অল্প সময়ে যা অর্জন করেছ, তা জাতি কখনো ভুলবে না। এটি কেবল রূপান্তরের একটি ধাপ—আগামীতে আরও বৃহত্তর পরিসরে তোমরা দেশের জন্য অবদান রাখবে।’
দুই তরুণ উপদেষ্টাকে ভবিষ্যতে দেশের মঙ্গলে নিজ অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘সরকারে থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছ, তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে।’
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫