কুমিল্লায় উচ্ছৃঙ্খল বাইক আরোহীদের ধাওয়ায় চিকিৎসকের মৃত্যু

মো: কাউছার সরকার,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-
চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসামের বিজরা এলাকায় উচ্ছৃঙ্খল মোটরবাইক আরোহীদের ধাওয়ার মুখে হৃদরোগে আক্রান্ত হয়ে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।
নিহত চিকিৎসক মো. নাজমুল হাসান আখন্দ কুমিল্লা নগরীর বাদুড়তলা এলাকার বাসিন্দা এবং একজন চর্মরোগ বিশেষজ্ঞ ছিলেন।
স্বজনদের অভিযোগ, সেদিন চাঁদপুরের শাহরাস্তি থেকে রোগী দেখে কুমিল্লায় ফিরছিলেন নাজমুল হাসান। পথে দুটি মোটরসাইকেলে থাকা কয়েকজন যুবক তার প্রাইভেটকারকে ধাওয়া করে এবং গাড়িতে আঘাত হানায় লুকিং গ্লাস ভেঙে যায়। এতে আতঙ্কিত হয়ে তিনি দ্রুত গাড়ি চালিয়ে এগোতে চাইলে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন।
পরে স্থানীয় এক যুবক তাকে অসুস্থ অবস্থায় কুমিল্লা নগরীর বাদুড়তলার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, ধাওয়ার ঘটনায় সৃষ্ট আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নাজমুল হাসানের মৃত্যু হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫